‘বাজেট শুধু অর্থনীতিবিদদের বিষয় নয় এটা সাধারণ মানুষও এখন সহজেই বুঝতে পারেন। দৈনন্দিন জীবনে আমরা প্রতি নিয়ত বাজেট করছি,কেউ তা বুঝতে পারছি, কেউ পারছি না। তবে বাজেটে যে বৃহৎ জনগোষ্ঠীর মতামত উপেক্ষিত হয় তা আমরা জানলেও প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণ আমাদের এ বিষয়টি থেকে দুরে রেখেছে।’
বুধবার রাঙামাটিতে ‘অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন এবং স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এইসব কথা বলেন।
উন্নয়ন সংগঠন সাস’র প্রধান কার্যালয়ের সভা কক্ষে বেলী মহিলা সমিতির সহযোগিতায় সুশাসনের জন্য প্রচারিভযান (সুপ্র) এই দিনব্যাপী এই কর্মসূচীর আয়োজন করে। কর্মশালায় ৬নং বালুখালী ইউনিয়ন, ৫নং বন্দুকভাঙ্গা ইউনিয়ন, রাঙামাটি পৌরসভা ও রাঙামাটি সদর উপজেলার নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কর্মশালার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও এর প্রয়োজনীয়তার উপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সুপ্র’র জেলা সম্পাদক ললিত সি চাকমা,শরিফুল ইসলাম ও মোহাম্মদ ইকবাল বাহার মারুফ।
কর্মশালায় জাতীয় বাজেটে জনঅংশগ্রহণ কতটুকু তা নিয়ে আলোচনা, বাজেটের বিভিন্ন দিক ও এর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। বক্তাগণ বাজেট সম্পর্কে তাদের ধারণা তুলে ধরেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে গণমানুষকে সচেতন ও এর পক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে কাজ করার গুরুত্ব এবং তা বাস্তবায়নের জন্য সুপ্র রাঙ্গামাটি জেলা কমিটিকে অনুরোধ জানান।
আলোচনায় অংশ নেন রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসাইন সেলিম ও মিনতি চাকমা, ৫নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিজয়গিরি চাকমা, ৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু বরুন কান্তি চাকমা, ইউনিয়ন পরিষদ সচিব বাবু ভীম রঞ্জন চাকমা, বেলী মহিলা সমিতি’র পরিচালক মোহাম্মদ হানিফ ও ইউনিয়ন পরিষদ সদস্য বাবু সুখময় চাকমাসহ আরো অনেকে