নিজস্ব প্রতিবেদক ॥
স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’ এর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। রাঙামাটি শহরের বনরূপার আলিফ মার্কেটের দি¦তীয় তলায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।
অক্সিজেন’র সভাপতি হাদিসুল ইসলাম বলেন, রাঙামাটিতে স্বাস্থ্য সেবা আরো গতিশীল করার লক্ষ্যে অক্সিজেন এর মাধ্যমে আমরা নানান স্বাস্থ্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবো। এর অংশ হিসেবে আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। যেখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক কার্ডিওলজি, চর্ম ও যৌন রোগ এবং মেডিসিন ও শিশু রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি আরো বলেন, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এবং উদ্বোধক থাকবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। চিকিৎসা ক্যাম্পে প্রায় দুইশ রোগীকে সেবা প্রদান করা হবে তিনি জানান।