বুধবার সন্ধ্যায় শহরের টিটিসি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিহ্রস্ত বাড়ীঘরের মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি রেডক্রিসেন্ট। সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার ত্রান সহায়তা প্রদান করা হয়।
রেডক্রিসেন্ট এর রাঙামাটি জেলা সম্পাদক জিসান বখতেয়ার,৮ নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমাসহ রেডক্রিসেন্ট এর যুব সদস্য এবং কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই এলাকায় অগ্নিকান্ডের সূত্রপাত হলে অন্তত ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার,নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী বৃহস্পতিবার অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেন। রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।