বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবান আওয়ামীলীগের সাথে ভিডিও কনফারেন্সে ভার্চুয়াল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাস ও যুদ্ধাপরাধী দল নির্বাচনে না আসলেও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিএনপি হচ্ছে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও সন্ত্রাসী দল এবং জামায়াত ইসলামী যুদ্ধাপরাধী দল। এদের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। একমাত্র আওয়ামীলীগের আমলেই দেশে সব দৃশ্যমান উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ হচ্ছে ভোটের মালিক। জনগণ ভোট ব্যালটের মাধ্যমে সরকার নির্বাচিত করবে। আন্তর্জাতিক ভাবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভয়হীন ভোট প্রদানে ভোটারদের উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার নির্দেশনা দেন। নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, দেশের মানুষের অংশগ্রহণমূলক হয়।
বৃহস্পতিবার বিকাল তিনটায় বান্দরবানের স্থানীয় রাজারমাঠে জেলা আওয়ামীলীগের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল জনসভায় যুক্ত হয়ে এই বক্তব্য রাখেন।
এসময় জনসভায় স্থানীয় নেতাকর্মীরা বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সপ্তমবারের মত বান্দরবান ৩০০নং আসনটি নৌকা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হবে। এদিকে বান্দরবানের রাজারমাঠে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা।
এসময় প্রধানমন্ত্রীর অনুমতিতে এক নতুন ভোটার বলেন, তারুণ্যের ভোট নৌকায় হোক, এসময় এই নতুন ভোটার বান্দরবান একটি মেডিকেল কলেজের দাবি জানান। তার দাবির উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাস্তাঘাট সব করে দিয়েছি। আরেক নতুন নারী ভোটার বান্দরবান সরকারি কলেজের ছাত্রী বলেন, আমরা ছাত্রলীগ চাই, মন্ত্রী মহোদয় বীর বাহাদুর উশৈসিংকে ফের নৌকা উপহার দিয়ে জয়ী করবো। তখন প্রধানমন্ত্রী এই ভোটারকে ধন্যবাদ জানান।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম এবং পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা ৭টি উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জনসভায় জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের সাংগঠনিক কমিটির নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দেন। নৌকা মার্কায় ভোট দিয়ে বীর বাহাদুরকে জয়ী করতে ¯েøাগানে ¯েøাগানে মুখরিত করে রাজারমাঠ।