থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের ক্যচু পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন। চার পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা চেক ও ৩০ কেজি চাউলের ডিও হাতে তুলে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তা কার্যালয় হতে এসব ডিও ও চেক বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর অর্থায়নের এসব চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. মুশফিকুর রহমান বলিপাড়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরা বলেন, বান্দরবান জেলার ৭টি উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘কন্যা-শিশু ও নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের কাজ করা হবে। এর মধ্যে লামা উপজেলার ১৭টি স্কুল ও মাদ্রাসা রয়েছে। এ প্রকল্পের আওতায় নন-এমপিও ভুক্ত ৪০টি মাধ্যমিক স্কুলকে এমপিও ভুক্ত করতে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান খুশী রায় ত্রিপুরা।