রাঙামাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে প্রকাশিতব্য ‘অঙ্কুর’ সংকলনের জন্য লেখা আহবান করা হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, রাঙামাটির ঐতিহ্যবাহী রাঙামাটি সাধারণ পাঠাগার কর্তৃক ‘অঙ্কুর’ শীর্ষক একটি সংকলন প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত সংকলনে পার্বত্য চট্টগ্রামের জনজীবন, কৃষ্টি- সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, পরিবেশ ও বন, ভূ-প্রকৃতি, পর্যটন শিল্প, স্থানীয় পণ্যের সম্ভাবনা ইত্যাদি বিষয়ের উপর আগ্রহী লেখক ও গবেষক হতে আগামী ৩০/০৬/২০২৪খ্রি. তারিখের মধ্যে প্রবন্ধ/নিবন্ধ/গল্প/কবিতা আহবান করা যাচ্ছে।
লেখা পাঠানোর ঠিকানা ইমেইল: rplibrary1953@gmail.com, shaonfarid.cht@gmail.com (শাওন ফরিদ) সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি সাধারণ পাঠাগার, তবলছড়ি, রাঙ্গামাটি। …………………………………….