নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর, সাধারণ শ্রমিকদের মারধর এবং জোরপূর্বক নির্বাচনী সাধারণ সভা আহবান প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ শ্রম অধিদপ্তর হতে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নকে নোটিশ প্রেরণ করা হয়েছে। ২৮ আগস্ট শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স সালাউদ্দীন মাহমুদ স্বাক্ষরিত নোটিশে আগামী ৮সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনী সাধারণ সভা বে-আইনী এবং তা স্থগিতের নির্দেশ দেয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, শ্রম অধিদপ্তরে পাঠানো রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অভিযোগ পর্যালোচনা করে দেখা গেছে, ইউনিয়নের চার জন সদস্যের পদ স্থগিত করার কারণে উক্ত চারজন ও সাবেক কর্মকর্তাসহ মোট ১৫-২০জন সদস্য কর্তৃক নানাবিধ অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে। এছাড়াও আগামী ৮সেপ্টেম্বর তারিখের মধ্যে নির্বাচনী সাধারণ সভা আহবান করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে মর্মেও অভিযোগে উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে, সভা আহবানের ক্ষেত্রে ইউনিয়নের গঠনতন্ত্রের ২২ নং অনুচ্ছেদে সুস্পষ্ট বিধি-বিধান রয়েছে। গঠনতন্ত্র লংঘন করে যে কোন প্রকারের সভা আহবান বে-আইনী। ফলে আগামী ৮সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বে-আইনী কোন সভা আহবান করা হয়ে থাকলে তা আপাতত স্থগিত রাখার জন্য বলা হয়। ইউনিয়নের গঠনতন্ত্র অনুসরণে কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যকরী কমিটি ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।
এছাড়াও রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সৃষ্ট বিরোধ নিরসনকল্পে আগামী ১১সেপ্টেম্বর বিকেল ৩টায় পক্ষগণকে নিয়ে শ্রম অধিদপ্তরে এক সভা আহবান করা হয়। সভায় সকলকে স্ব স্ব প্রমাণাদি নিয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। শ্রম অধিদপ্তর প্রেরিত নোটিশে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সমিতির সদস্য মো. নুরুল ইসলাম, রুবেল দাশ, মো. কবির মিয়া, মো. হেলাল হোসেন সুমন, মো. হালিম, কামাল উদ্দিনকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থা বরাবরও নোটিশের অনুলিপি প্রেরণ করা হয়।