দীঘিনালা প্রতিনিধি
অসময়ের পানিতে ডুবেছে জাকিরের পেঁপে বাগান, সাথে ডুবেছে জাকিরের স্বপ্নও। ১একর পেঁপে বাগান করে ফলন দেখে প্রায় ৩০লাখ টাকা বিক্রির স্বপ্ন ছিল জাকিরের চোখে। আর এখন পূঁজি উঠার সম্ভাবনাই নেই, তাই সেই চোখে অন্ধকার দেখছেন বাগান মালিক জাকির হোসেন (৩৮)।
দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্য্যা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১ একর জায়গায় বিশাল পেঁপে বাগান সাজিয়েছিলেন জাকির হোসেন। ফলনও হয়েছিল চোখে পড়ার মতো। কিন্তু সে বাগানের চারপাশে এখন থৈ থৈ করছে পানি। কোমড় পানি, হাটু পানি বাগানের মধ্যেও। পেঁপে গাছগুলো মরে যাচ্ছে, কাঁত হয়ে পরে গেছে অনেক পেপে গাছ।
স্থানীয় মুরব্বী ওমর আলী (৫৮) জানান, এ পেঁপে বাগানটি টিলার ওপর। এ টিলায় আগে কখনো পানি উঠতে দেখা যায়নি। কিন্তু এবছর মৌসূমের শেষের দিকে অতিবৃষ্টির কারণে এখানেও পানি উঠেছে। আর পানি এখনো নেমে যাওয়ার কোন লক্ষন নাই, বরং প্রতিদিন একটু একটু করে বানি বাড়ছে।
বাগানের মালিক জাকির হোসেন জানান, আগে কখনো পেঁপে চাষ করেননি। এবারই প্রথম পেঁপে বাগান করেছিলেন। আর এবারই প্রথম যে টিলায় বাগান করেছেন সে টিলায় অতিবৃষ্টির কারণে পানি উঠেছে।
জাকির জানান, ১একর জমিতে প্রায় ১হাজার পেঁপে চারা লাগানো হয়েছিল। এ পর্যন্ত খরচ হয়েছে ৬লাখ টাকা, ফলনও ভাল হয়েছিল। ফলন দেখে ধারনা ছিল প্রায় ৩০লাখ টাকার মতো পেঁপের বিক্রয় মূল্য আসবে। কিন্তু পেঁপে পরিপূর্ন হওয়ার আগেই পানি উঠে এখন স্বপ্ন পূরন তো দুরের বরং চোখে-মুখে অন্ধকার দেখছেন ঋন পরিশোধের চিন্তায়। জাকির আরো জানান, খরচের ৬লাখ টাকার অধিকাংশই লাভের ওপর ঋন নিয়েছিলেন। এখন সে ঋন পরিশোধ করা সম্ভব হয়ে উঠবেনা।
অতিবৃষ্টিতে সর্বনাশ জাকিরের,স্বপ্নের চোখে এখন ঘোর আঁধার
খাগড়াছড়ি
2 Mins Read
Previous Articleবাঘাইছড়িতে এমএন লারমার ৮৪ তম জন্মবার্ষিকী পালিত
Next Article চোরাই কাঠ আটক হ্রদের নৌপথে
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.