নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে তিন দফায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেন জেলা প্রশাসন। এবার অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যে কোনও ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে আমরা এই নির্দেশনা দিয়েছি।