নিজস্ব প্রতিবেদক
ইয়াবাসহ আটক রাঙামাটি সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক অন্তরা সেনকে বহিষ্কার করেছে সংগঠনটির জেলা কমিটি।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুব মহিলা লীগের রাঙামাটি জেলার সভাপতি রোকেয়া আক্তার ও সাধারন সম্পাদক লেখিকা চাকমা বলেছেন,‘অন্তরা সেনের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে শনিবার বিকারে এক জরুরী সভায় সবার মতামতের ভিত্তিতে তাকে সংগঠনের পদবী থেকে বহিষ্কার করা হলো। ভবিষ্যতেও অন্তরা সেনের অনৈতিক কোন কর্মকান্ডের দায় সংগঠন নিবেনা বলে একই বিবৃতিতে জানিয়েছেন জেলায় সংগঠটির শীর্ষ দুই নেত্রী।
এর আগে গত বৃহস্পতিবার রাঙামাটি শহরের পৌর মার্কেট থেকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হন সংগঠনটির সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সর্বশেষ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়া অন্তরা সেন।