নিজস্ব প্রতিবেদক
চলে গেলেন রাঙামাটির জনপ্রিয় উপস্থাপক ও লেকার্স স্কুলের সিনিয়র শিক্ষক লিটন দেব। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি চারদিন ধরে আইসিইউ, লাইফ সাপের্টে ছিলেন। ব্রেন স্টোকের কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন চিকিৎসকগণ।
এদিকে দুপুরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাসায় আনার পর সেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পাশাপাশি নিজ কর্মস্থল লেকার্স স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা লিটন দেবের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। লিটন দেবের মৃত্যুতে বিভিন্ন সংগঠন থেকে শোক জানানো হয়। অসাম্প্রদায়িক এই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে এসময় বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষজন তাঁর বাসায় ও শ্মশানে উপস্থিত হন। বিকালে আসামবস্তি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
লিটন দেবের সহপাঠী ফিরোজ আল মাহমুদ সোহেল জানান, বন্ধুর এমন অকাল মৃত্যু আমরা কোনও ভাবে মেনে নিতে পারছি না। বহুমাত্রিক প্রতিভার অধিকারী লিটন সব কাজে পারদর্শী ছিলেন। সেই ছোট থেকে সে খেলাধূলায় ছিলেন একজন পরিচিত মুখ। বর্তমান সময়ে রাঙামাটি সরকারি, বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনায় প্রথম পছন্দ লিটন। কাজ করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে। তিনি আরো বলেন, ২৬শে মার্চ, ১৬ ডিসেম্বর মারী স্টেডিয়ামের কুচকাওয়াজে তাঁর সেই দরাজ কণ্ঠ আমরা আর শুনতে পারবো না। সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গণে পরিচিত এই মানুষটি প্রয়াণে জেলার অনেক ক্ষতি হয়ে গেল। সেই ক্ষতি পূরণ হবার নয়। তাঁর অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার কারণে আজ(শুক্রবার) তাঁর বাসায় ও শ্মশানে বিভিন্ন ধর্মের মানুষের ঢল নামে। যা সাধারণত খুব কমই দেখা যায়।