অপহৃত কাঠ ব্যবসায়ী শরিফুল ইসলাম রাসেলের অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বুধবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলার আয়োজনে খাগড়াছড়ি সদরের শাপলা চত্ত¡রে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়।
পিসিএনপি খাগড়াছড়ি জেলার সদস্য সচিব এসএম মাসুম রানার সভাপতিত্বে সদরের কল্যাণপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্ত¡রে এসে অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাৎ হোসেন কায়েশের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন পিসিএনপি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম মাসুদ, দীঘিনালা উপজেলা সভাপতি মো জাহিদ হাসান, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো আসাদ উল্লাহ, পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ, আরও উপস্থিত ছিলেন পিসিএমপি কেন্দ্রীয় সভানেত্রী সালমা আহমেদ মৌ, যুগ্ম সাধারণ সম্পাদক মো মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মো সোহেল রানা পিসিএমপি খাগড়াছড়ি জেলা সভাপতি হাসিনা আক্তার।
উল্লেখ্য, গত ০৯ নভেম্বর বিক্রয়ের উদ্দেশ্যে বাগান দেখানোর নাম করে দীঘিনালার আট মাইল নামক স্থান হতে খাগড়াছড়ি বাজারের ক্ষুদে কাঠ ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলকে অপহরণ করে দুর্বৃত্তরা। মুঠোফোনে রাসেলের পরিবারের নিকট ০৩(তিন) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে স্বজনরা দেড় লক্ষ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর থেকে অপহরণকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।(বিজ্ঞপ্তি)