বিশেষ প্রতিনিধি,বান্দরবান
বান্দরবানে অপারেশন ডেভিল হান্টে অভিযানে সাবেক পৌর কাউন্সিলর’সহ ২ জন’কে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে বান্দরবান জেলা শহর থেকে তাদের গ্রেফতার করে।
আইনশৃংখলা বাহিনী জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে বান্দরবান জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আওয়ামীলীগের ২ জন’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঝন্টু দাস। নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেন আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের উপ-পরিদর্শক পিয়াল পালিত জানান, নাশকতা মামলায় গ্রেফতারকৃত দুজন’কে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে যৌথ বাহিনীর অভিযান চলছে। অভিযানে নাশকতা মামলায় আওয়ামীলীগের ২ জন’কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।