মো.ইসমাইল,পানছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে পানছড়ি থানা পুলিশ। গতকাল সোমবার রাতে আসামীদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, থানা এলাকার নগর গ্রামের বাসিন্দা মো. বেলাল হোসেন (৫০), মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম (২৫) ও মো. আক্তার হোসেনকে (৩৯) গ্রেফতার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, পানছড়ি থানায় ৩ সেপ্টেম্বর দায়ের করা জিআর মামলার পলাতক আসামি তাঁরা। গতকাল তাঁদের আটক করে আজ খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।