মিশু মল্লিক
রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর, দখল, ফাইলপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতারা।
বুধবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুহুল আমিন। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ-সম্পাদক মো. আকতার, দপ্তর সম্পাদক মো. মোস্তফা, কার্যকরী সদস্য মো. ইসমাইল।
সভাপতি মো. রুহুল আমি অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক আওয়ামীলীগ সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারাদেশ উত্তাল হয়ে উঠে। এই সুযোগে রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা এটিএম হাসমত উল্লাহ ও সিরাজের মতামতে আমাদের রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১০৭৯) এর অফিসের দেয়াল ভেঙে ফেলে, তালা ভেঙে অফিস দখল করে, অফিসের ফাইলপত্র আগুনে পুড়িয়ে দেয়।
তিনি আরো বলেন, গত ১১ আগস্ট বেলা দেড়টার দিকে এটিএম হাসমত উল্লাহ ও সিরাজের নেতৃত্বে আমাদের অফিসের দেয়াল ভেঙে মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় এবং আমাদের শ্রমিক ইউনিয়নের সাইন বোর্ডটি সাদা কালি দিয়ে মুছে দেয়া হয়। এই দুইজনের নেতৃত্বে ট্রাক টার্মিনালে চাঁদাবাজি শুরু হয়েছে। সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বৈধ অফিস ও রেজিস্ট্রেশন পাওয়া সংগঠন তারা দখল করে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু প্রতিকার চাই।
সংবাদ সম্মেলনে রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।