বিপ্লব ইসলাম, লংগদু ॥
অবশেষে বহুল প্রতীক্ষিত লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের প্রাথমিকভাবে মাটি কাটার কাজ শুরু হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে সড়কটি মাটি কাটার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তীতে সেনা ইঞ্জিনিয়ারিং কোর থেকে সড়কটি পূর্ণাঙ্গ বাস্তবায়নে কাজ করা হবে বলে জানা গেছে।
এদিকে মঙ্গবলবার দুপুরে লংগদু উপজেলার দজরপাড়া এলাকা হতে নানিয়ারচরমুখী রাস্তার কাজের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য লংগদু মিনহাজ মুরশীদ।
প্রাপ্ত তথ্য হতে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে লংগদু থেকে নানিয়ারচর রাস্তার ১৭ কিলোমিটার মাটি কেটে রাস্তা তৈরির কাজ শুরু করা হয়। বর্তমানে মাটি কেটে রাস্তা তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মাটি কেটে রাস্তা তৈরি হয়ে যাবে।
জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ জানান, আমরা চাই দ্রুত সড়কটির কাজ দ্রুত শেষ করতে। আপাতত জেলা পরিষদ থেকে মাটি কাটা সড়কের ভিত্তি তৈরি করা হবে। পরবর্তী সেনাবাহিনী ব্রিজ, কালভার্ট ও পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করবেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পারিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ আলী, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দীন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুন, গাঁথাছড়া বায়তুশ শরফের প্রধান মাওলানা ফোরকান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।