শংকর হোড়
২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী দীপংকর তালুকদার বলেছেন, পাহাড় থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী কাজ করছে। এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম আরো নিবিড় করার আহŸান জানিয়েছেন দীপংকর তালুকদার। তিনি বলেন, আমরা বারবার বলেছি যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তাদের থেকে অস্ত্র উদ্ধার করতে হবে। সেটা কোনও সংগঠন কিংবা কোনও ব্যক্তিকে উদ্দেশে করে বলেনি, অবৈধ অস্ত্র যদি আমাদের কোনও নেতাকর্মীদের হাতেও থাকে, সেসবও উদ্ধারের জন্য আমরা দাবি জানাচ্ছি। ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক গণসংযোগ, মতবিনিময় ও পথসভাকালে নানিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত সভায় এসব কথা বলেন।
মঙ্গলবার সকালে থেকে দিনব্যাপী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের সমর্থনে জেলার নানিয়ারচর উপজেলা সদরের বাজার, রত্মাঙ্কুর বন বিহার এলাকা, ইসলামপুর, বগাছড়ি ও বুড়িঘাট ইউনিয়নে লিপলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, অতীতের কোনও সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে এত উন্নয়ন হয়নি। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতায় শান্তি চুক্তি হয়েছে বলে পাহাড়ে আজ এত উন্নয়ন কর্মকান্ড চলছে। যেখানে রাস্তা ছিল না, সেখানে মাইলের পর মাইল রাস্তা হচ্ছে। যেখানে বিদ্যুৎ কখনো যাবে, এমন আশা না করলেও শেখ হাসিনার সরকার সেটা পৌঁছিয়ে দিয়েছে। আওয়ামীলীগ যেটা বলে, সেটা তারা করে দেখায়। তিনি আরো বলেন, সব ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। তারপরও বিএনপি-জামায়াত জোট ধর্ম নিয়ে রাজনীতি করে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে।
পথসভায় দীপংকর তালুকদার জেলায় বিমানবন্দর স্থাপন ও রেলপথ চালুকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নের নির্বাচনী ২১দফা ইশতেহারে উল্লেখ করে নির্বাচনী নানা প্রতিশ্রæতি দেন। এছাড়াও তিনি রাঙামাটিকে অর্থনৈতিক অঞ্চল গঠনে জেলা সদরের সঙ্গে ১০ উপজেলার যোগাযোগ আরও গতিশীল করতে আন্তঃউপজেলার সংযোগ সড়ক নির্মাণ, কাপ্তাই হ্রদের ড্রেজিং ও মাছের উৎপাদন বৃদ্ধি, হিমাগার স্থাপন, জেলার আরও কিছু স্কুলকে এমপিওভুক্ত এবং জাতীয়করণ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, যুগ্ম সাধারণ সন্তোষ কুমার চাকমা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য বাবলা মিত্র, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, জেলা যুবলীগ মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা ও উপজেলা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এদিক সকাল দশটায় তিনি নানিয়ারচর বুদ্ধাঙ্কুর বন বিহারে প্রার্থনা মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। এরপর নানিয়ারচর বাজার, ইসলামপুর, বগাছড়ি এবং বিকালে বুড়িঘাটে পথসভার মাধ্যমে নানিয়ারচর উপজেলার দিনব্যাপী কার্যক্রম শেষ করেন।