লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন চারটি করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে করাতকল চারটিকে দশ হাজার টাকা হারে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের মোট চারটি করাতকলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান। এ সময় মাইনীমূখের ইসলামাবাদ গ্রামের ইউসুফ আলী, কালুমাঝির টিলা গ্রামের আব্দুল হালিম, মো. সেলিম ও রফিকুল ইসলামের অবৈধ করাতকলে করাতকল লাইসেন্স বিধিমালা ২০১২ এর ৩ ধারার অপরাধে এই জরিমনা করা হয়।
এ বিষয়ে বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছি করাতকলগুলো যাতে লাইসেন্সের আবেদন করে। কিন্তু বেশিরভাগ করাতকলের মালিক কোনো ধরণের অনুমতি ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছে। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করার পাশাপাশি করাতকল মালিকদের বৈধ অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করছি।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন, লংগদুতে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মঙ্গলবার অভিযানে চারটি করাতকলকে আর্থিক জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ গত ৫ জুন বিশ^ পরিবেশ দিবসে স্থানীয় ও জাতীয় কয়েকটি দৈনিক পত্রিকায় অবৈধ করাতকল নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে উল্লেখ করা হয় লংগদুতে অবৈধ করাতকলের সংখ্যা ২৯টি। এসব অবৈধ করাতকলে প্রাকৃতিক বন উজার হচ্ছে। যা পাহাড়ধস ও জলবায়ু পরিবর্তনে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অবৈধ করাতকলে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
লংগদু
2 Mins Read
Previous Articleজীবতলী-মগবানে নৌকায় ভোট দেয়ার আহ্বান দীপংকরের
Next Article সেনা অভিযানে সীমান্তে পিছু হটছে কেএনএফ !
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.