রাঙামাটির ১০টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে এক্সপিরিয়ান্স শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও ইউএনডিপি-সিএইচটিডিএফ’র আয়োজনে বুধবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম. কুদরত-এ-খুদা, ইউএনডিপি-সিএইচটিডিএফ’র ক্লাস্টার লিডার সুই অং প্রু মারমা উপস্থিত ছিলেন।
কর্মশালার উদ্বোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রান্তিক জনগোষ্ঠির প্রতিনিধি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জেলার সকল উন্নয়ন পরিকল্পনা কর্মশালায় রাখা গেলে এ জেলার উন্নয়ন আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, সকলের অভিজ্ঞতা ও সু-পরামর্শগুলোকে পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দারিদ্রত্য নিরসন করতে ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিদেশি দাতা সংস্থার সাহায্যের পাশাপাশি সকলের আন্তরিকতারও প্রয়োজন রয়েছে।
জেলার ১০টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ইউএনডিপি-সিএইটডিএফ ও সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।