জয়নাল আবেদীন,কাউখালী
বুধবার সকালে রাঙামাটি কাউখালী উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া সিবিএম ব্রিকস ও কেবিবি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে এক লক্ষ টাকা। জব্দ করা হয়েছে ১ হাজার মন জ্বালানী কাঠ। টাঙিয়ে দেওয়া হয়েছে ইটভাটা বন্ধের নোটিশ।
এই দুটি ইটভাটা বন্ধের মাধ্যমে মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাউখালী উপজেলা প্রশাসনের টানা অভিযানে বন্ধ হল কাউখালীর সকল (১৫ টি) ইটভাটা। প্রতিটি ইটভাটার প্রবেশমুখে টাঙিয়ে দেওয়া হয়েছে ইটভাটা বন্ধের নোটিশ। ইটাভাটা প্রশাসনের অনুমতি ব্যতিত চালু করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারীও দিয়েছে প্রশাসন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান জানান, উপজেলার সকল ইটভাটা বন্ধ করা সংক্রান্ত মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন করা হলো। সবগুলো ইটভাটায় ১৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৩ হাজার ঘনফুট কাঠ জব্দ করে পরবর্তী কার্যক্রমের জন্য বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন বন ও পরিবেশ রক্ষায় সব সময় তৎপর আছে।