নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের তবলছড়ি ওয়াপদা কলোনীর ঐতিহ্যবাহি অভিলাষ ক্লাবে অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- মোঃ নজরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, আসরাফুল আলম, মোঃ তৌহিদ আহম্মদ কবির, মোঃ ইছাহাক আলী, মোঃ জাহিদুল ইসলাম।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন অভিলাষ নামের ক্লাব ঘরটিতে জুয়ার আসর বসে। এই সংবাদের ভিত্তিতে। পুলিশ বিকেলে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করে। এসময় তাস, নগদ অর্থ পাওয়া যায়। তাদের নামে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী কাল কোর্টে প্রেরণ করা হবে।