নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির আলোচিত হিন্দু নেতা অমর কুমার দে’র নেতৃত্বে সনাতন হিন্দু ধর্মালম্বীদের আর্থ সামাজিক নিরাপত্তা বিধানে মৌলিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার রাঙামাটিতে বিশ^ হিন্দু ফেডারেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির এ সংগঠনের আত্মপ্রকাশের ঘোষনা করা হয়।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিশ^ হিন্দু ফেডারেশনের জেলা শাখার আহ্বায়ক অমর কুমার দে।
এ সময় নতুন কমিটির সদস্য সচিব স্বপন কুমার দে, সূজিত ভট্টাচার্য্য, সুজন কমুার দে, ফজল কান্তি দে, রাজিব দাশ, টিপুলো দেবনাথ, রাজিব দাশ সুবল, বিত্ত রায় চৌধুরী, বিজয় দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, সনাতন হিন্দু ধর্মালম্বীদের নিরাপত্তা না থাকায় গেল দশ বছরে ৫৯ হাজার হিন্দু স¤প্রদায়ের লোকজন দেশ ত্যাগ করেছেন। বাংলাদেশে কমপক্ষে ৩০ লাখ একর হিন্দুদের জমিজমা বেদখল হয়েছে। মামলা বা ভোগ দখল করার সাহস পাচ্ছে না তারা। প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও নির্যাতন বৈষম্যর শিকার হচ্ছেন। সম্পাদিত পার্বত্য চুক্তিতে হিন্দু সম্প্রদায়ের অধিকারের কথা বলা হয়নি। তাই হিন্দু সম্প্রদায়ের ঐক্য, সংহতি ও অধিকারের লক্ষে এই বিশ্ব হিন্দু ফেডারেশন কাজ করে যাবে।
প্রসঙ্গত, এক সময়কার পরীক্ষিত আওয়ামীলীগ নেতা অমর কুমার দে গত তিনদশক ধরে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দীর্ঘদিন সম্মেলন না হওয়া সহ নানা কারণে সমালোচিত হলে,সম্প্রতি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসেন সংগঠনটিতে। বিভিন্ন সময় জাতীয় সংসদ,পৌরসভাসহ নানান নির্বাচনেও প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন অমর কুমার দে। এবার নতুন সংগঠন বিশ্ব হিন্দু ফেডারেশন নিয়ে পথচলা শুরু করলেন অমর কুমার দে।