নিজস্ব প্রতিবেদক ॥
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সীমাহীন লোডশেডিং, মিথ্যা মামলায় পুলিশের হয়রানি বন্ধসহ ১০ দফা দাবিতে জন সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি। শুক্রবার বিকেলে শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবদী দল রাঙামাটি জেলার শাখার সভাপতি দীপন তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েল সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শাকিল। সমাবেশ সঞ্চলনা করেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন। সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে জনজীবন আজ বিপর্যস্ত। ক্ষমতাসীন দলের লোকদের দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ভয়াবহ রূপ লাভ করেছে। সেই সাথে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থপাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যার ফলে বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের ফলে শিল্প ও কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং মানুষ কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে।’
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘সম্প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল তার সঙ্গে গ্যাস, পানি বিদ্যুতের যে লাগামহীন দাম বৃদ্ধি পাচ্ছে, এতে প্রতিটি মানুষ আর্থিক দিক দিয়ে আক্রান্ত হচ্ছে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে হতে দেওয়া হবে না। দেশে কোন নির্বাচন হয়, তা হবে নির্দলীয় সরকারের অধীনেই।
আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন বর্তমান সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই জানিয়ে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘বাজারে যেমন নিয়ন্ত্রণ নেই, একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই, উৎপাদনে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এমন একটা পর্যায়ে চলে গেছে যে, প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়েছে।’ গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরই দ্রব্যমূল্যের দাম বেড়েছে বলে মনে করেন তিনি।