মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার দিসন পাড়া এলাকায় গত বৃহস্পতিবার এক ভয়াবহ অগ্নিকা-ে নিখিল কুমার চাকমার বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিখিল চাকমা পরিবারসহ চরম বিপদের মুখে পড়েন।
এই দুর্যোগের খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন। শনিবার সকালে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সিকিউরিটি অফিসার মেজর মো. আসিফুর রহমান, পিএসসি, সরেজমিনে অগ্নিকা- স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি নিখিল চাকমার নতুন ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য দিগন্ত চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা শুধু নিখিল চাকমা নয়, বরং পুরো এলাকার মানুষের মনে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের দুর্যোগে সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তা তাদের পাশে থাকার প্রতিশ্রুতিকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়।