সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা ॥
আমাদের চারপাশে প্রায় দেখা যায় কিছু অভুক্ত, দুর্গন্ধে ভরা নোংরা পোশাকে থাকা কিছু মানুষ। মানসিক ভারসাম্যহীন কিংবা পাগল নামেই সমাজে পরিচিত তারা। রোদ, বৃষ্টি, ঝড় কিংবা প্রচ- শীতেও মানবেতর জীবন তাদের। অযতœ, অবহেলা আর চিকিৎসার অভাবে সুস্থ মানুষের মতো জীবনযাপনের সুযোগ পাচ্ছেন না তারা।
তবে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া’র আস্থাভাজন ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল মাটিরাঙ্গা বাজারে থাকা এক মানসিক ভারসাম্যহীন সমাজবঞ্চিত (পাগল) কে গোসল থেকে শুরু করে মাথার চুল ও খাবার খাওয়ানোর পাশাপাশি পরিয়ে দিয়েছেন নতুন পোশাক।
এসময় ঐ ভারসাম্যহীন (পাগল) টির গায়ে বেশ কয়েকটি ক্ষতচিহ্ন দেখতে পেয়ে নিজেই মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান তিনি। তাঁর এমন মানবিক দৃষ্টান্ত প্রশংসা কুঁড়িয়েছে।
পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, মাটিরাঙ্গা বাজারে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামন একজন ভারসাম্যহীন (পাগল) কান্না করছে এমনটি দেখতে পেয়ে কাছে যেতেই প্রচুর দুর্গন্ধ আসছে। পরে ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছু ছেলেদের সহযোগিতায় ময়লা-দুর্গন্ধযুক্ত শরীর ধুইয়ে, চুল কাটা, খাবার খাওয়ানো ও নতুন কাপড় পড়ানোসহ সবই করি এমতাবস্থায় তাঁর দুটি হাতের রাবার পেঁচানো স্থানে ক্ষতচিহ্ন দেখতে পেয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এই প্রতিনিধি’কে বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছি অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও অসুস্থ মানুষকে আর্থিক সহায়তা করেছি। জননেতা ওয়াদুদ ভূইয়া’র সহযোগিতায় আগামীতেও এ দ্বারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।