বান্দরবানে অস্ত্র মামলায় ২ জন আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আসামীরা হলেন- আমান উল্লাহ, পিতা সামসুল হুদা এবং নুর আহম্মদ, পিতা নুরুল ইসলাম। এদের বাড়ি কক্সবাজার সদর এলাকায়। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া আদালত এ আদেশ দেন।
আদালত ও আইনশৃংখলা বাহিনী সূত্র জানাগেছে, ২০০৫ সালের ছয় জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রীজ এলাকা থেকে অস্ত্র গুলিসহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছিল। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড গুলি ও ১টি এলজি রাইফেল, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে থানায় মামলা করে। উক্ত মামলায় দীর্ঘদিন শুনানী ও যুক্তিতর্ক স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জজ আদালতের নাজির কামরুল হাসান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করীম জানান, অস্ত্র মামলায় দুই আসামীর ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল-১। আসামীরা আদালতে যুক্তিতর্কের দিনও হাজির ছিলেন। রায় ঘোষণার দিন ছিলোনা। পলাতক আসামীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
…………………………
অস্ত্র মামলায় বান্দরবানে ২ জনের ১০ বছরের কারাদণ্ড
বান্দরবান
1 Min Read
বান্দরবান প্রতিনিধি
Next Article ইচ্ছে পূরণের পরদিনই মারা গেলেন শিল্পী মিন্টু চাকমা
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.