আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
বান্দরবানে হতদরিদ্র অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে ৬শত ২১টি কুহালং ইউনিয়ন ৮২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০কেজি করে চাল খাদ্য সহায়তা প্রদান করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা, বান্দরবান অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাস শেখর, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সামসুল ইসলাম, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, বান্দরবান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কোনো মানুষকে গৃহহীন রাখবেন না। ভূমিহীন ও গৃহহীনের জন্য জায়গাসহ ঘর নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করা অব্যাহত রেখেছেন। এছাড়া ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের যে কোনো উৎসব ও ঈদ উপলক্ষ্যে গরীব, অসহায় মানুষের পাশে গিয়ে সরকারের প্রতিনিধিরা বিভিন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে।