রাঙামাটির অহমিয়া (আসাম) উন্নয়ন কল্যাণ সংসদ এর ২৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি শ্যামলী রাভা ও সাধারণ সম্পাদক বকুল আসাম।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন হেমন্ত আসাম, উত্তম আসাম ও সুজন আসাম। সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সোহাগ আসাম ও শ্যামুয়েল আসাম। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আশীষ কুমার আসাম (পাপ্পু) ও সহ-সাংগঠনিক সম্পাদক রনি আসাম। মহিলা বিষয়ক সম্পাদক গোলাপী আসাম। দপ্তর সম্পাদক লিটন আসাম। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন অনুপ কুমার আসাম। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুবেল আসাম ও সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক যোহন আসাম। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুন্না আসাম (তুষার) ও সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অর্পন আসাম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লাভলী আসাম ও সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যানী আসাম।
এছাড়া কার্যনির্বাহী কমিটিতে থাকা সাত সদস্যরা হলেন, বুলী আসাম, সুশীল আসাম (সুমন), রাসেল আসাম, উত্তম আসাম (কুকু), রাহুল আসাম, ভুবন আসাম ও আকাশ আসাম।
গত ৩০ জুন শুক্রবার শহরের আসামবস্তীতে অহমিয়া কল্যাণ সংসদ এর উপদেষ্টা মংসিনু আসামের বাসভবনে অহমিয়া কল্যাণ সংসদ সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে আজ ২৪ জুলাই সোমবার ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির নাম ঘোষণা করা হয়।
নির্বাচনের দিন নতুন কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাঙামাটি অহমিয়া উন্নয়ন কল্যাণ সংসদ এর উপদেষ্টা হেমন্ত কুমার আসাম, বঙ্কিম আসাম ও সুজন কুমার আসাম।
নবগঠিত কমিটির সদস্যরা অহমিয়া (আসাম)দের ভাষা, শিক্ষা, সংস্কৃতির উন্নয়ন ও মৌলিকত্ব সুনিশ্চিতকরণ, তাদের বিভিন্ন সেবা নিশ্চিত এবং স্বার্থ রক্ষায় সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।(বিজ্ঞপ্তি)