প্রতি বছরের ন্যায় এবারও আইএফআইসি ব্যাংক লি: রাঙামাটি শাখা উদ্যোগে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার রাঙামাটি শাখার ব্যাংক চত্বরে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট খুদরত-ই-খুদা। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক শাহাদাত কবির ও সহকারী ব্যবস্থাপক মো: তারিকুল ইসলাম ও কর্মর্কতা বৃন্দ। এসময় আইএফআইসি ব্যাংকের এ কর্মকান্ডের প্রশংসা করেন প্রধান অতিথি।
ব্যবস্থাপক জানান, আইএফআইসি ব্যাংক লি: সামাজিক দায়বদ্ধতা থেকে দুঃস্থদের মাঝে এসব সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। ব্যাংক কর্মকর্তারা ব্যাংক সেবার পাশাপাশি জনসেবায়ও কাজ করে যাচ্ছে।