মিশু মল্লিক
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙামাটি জেলা শাখার উদ্যেগে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আইডিইবি রাঙামাটি জেলা কার্যালয় ভবনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাঙামাটি জেলা শাখার সভাপতি প্রকৌশলী নিরঞ্জন নাথের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন আইডিইবি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ জামাল উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু বকার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাসান মোঃ নোমান, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক তমু খীসা, সদস্য প্রকৌশলী মোঃ জাফর আহমদ খান, মোঃ মুক্তার হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি মাহফুজুর রহমান গেল্লা, সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল হামদানসহ রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী ও ডিপ্লোমা ছাত্র-ছাত্রীবৃন্দ।
সমাবেশের বক্তারা বলেন, আইডিইবি একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। এই সংগঠনের সাথে কোন রাজনৈতিক দলের কোন বিরোধ নেই। কিন্তু গত ২৮ তারিখ ঢাকায় সমাবেশ থেকে আইডিইবি কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ একটি নিন্দনীয় ঘটনা। রাঙামাটি আইডিইবির সকল সদস্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। রাজনৈতিক কর্মসূচি পালনের নামে জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি করা কোনভাবেই মেনে নেয়া যায়না। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার পাশাপাশি আইডিইবি ভবনের নিরাপত্তা জোরদার করার দাবী জানান আইডিইবি নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে ঢাকার কাকরাইলস্থ আইডিইবি সদর দপ্তরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আইডিইবি ভবনের ভেতরে পার্কিং করা আইডিইবি ও শুল্ক গোয়েন্দা সংস্থার দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয় এবং আইডিইবি ভবনের ব্যাপক ক্ষতিসাধন হয়।