থানচি প্রতিনিধি ॥
আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে থানচিতে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আকারে দুই শতাধিক মুসল্লী থানচি রিড সেন্টার ও শপিং মলের একত্রিত হয়ে বাস স্টেশন, মুক্ত মঞ্চ,ও উপজেলা জনগুরুত্বপূর্ণ স্থানেরবিক্ষোভ মিছিল করেন। উপজেলা আলেম-ওলামা, মুসল্লী ও ছাত্র জনতার ব্যানারে আয়োজনে এ বিক্ষোভ মিছিল শেষে রিডি সেন্টার শপিং মলের প্রাঙ্গণে গণজামায়েত অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মুসলিম যুব ও ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ টিপু সভাপতিত্বে এ সময় থানচি জামে মসজিদের ইমাম ও খতিব আনিছ উল্লাহ মোবারক, ইমাম মাওলানা নাছির উদ্দিন, টিএনটি পাড়া জামের মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ জোবায়ের, একই পাড়া মাদ্রাসা শিক্ষক আবু রায়হান আলিফ, বিএনপি নেতা আবু সামাদ, ব্যবসায়ী মোহাম্মদ আসলাম, ব্যবসায়ী মো. ওমর ফারুক, ব্যবসায়ী মো. জামাল উদ্দিন, মো. সাহনেওয়াজ বক্তব্য রাখেন।
বক্তাদের দাবি বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কিছুদিন যাবৎ চক্রান্ত করে যাচ্ছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। তারই প্রতিচ্ছবি চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের নৃশংস হত্যাকান্ড। এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।