বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার বান্দরবানে হোটেল গ্র্যান্ডভ্যালী কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা। এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা নূর ইসলাম, আবিদুর রহমান, সাহাদাত হোসেন, রিটল বিশ্বাস উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় বিএনপির প্রধান লক্ষ্য। আওয়ামীলীগের দুর্নীতিবাজ নেতারা পুনরায় সংগঠিত হয়ে দেশব্যাপী অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। আশান্ত সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদ দ্রুত পুনর্গঠন করা হোক। পুনর্গঠনে কোনো বিতর্কিত ব্যক্তির যাতে স্থান না হয় সেটিও লক্ষ্য রাখার পরামর্শ দেন। জোর জবরদস্তি করে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলো বাতিল করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, অবৈধ সম্পদের পাহাড় গড়া আওয়ামীলীগের নেতাদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়রও একজন। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা উচিমং ও হিসাব রক্ষক উসাজাই শত কোটি টাকার সম্পত্তির মালিক বনে গেছেন। কিন্তু দুঃখজনক বান্দরবান জেলায় এখনো আওয়ামীলীগের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী কোনো নেতা গ্রেফতার হয়নি। দুর্নীতিবাজ আওয়ামীলীগের নেতাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এদিকে তার আগে বান্দরবানে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল করেছে। জজকোর্ট এলাকাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতারা।