বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাসসহ ২৮ জনের নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করা হয়েছে। বুধবার রাতে পৌর এলাকার বাসিন্দা মো. শামীম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন।
মামলা সুত্রে জানা গেছে, বান্দরবান পৌর এলাকার বিভিন্ন স্থানে দেশে নৈরাজ্য, সরকারি-বেসরকারি সম্পদ ক্ষতিসাধন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে অন্তর্ঘাতী কার্য সম্পাদন ও উক্ত কার্য-সম্পাদনের জন্য দাঙ্গার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় দলবদ্ধ হয়ে সাধারণ জনগণকে সাধারণ ও গুরুতর জখম, প্রাণনাশের হুমকি প্রদান এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের মত অপরাধে লিপ্ত থাকার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলো- জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর অজিত কান্তি দাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাস, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, পৌর কাউন্সিলর সৌরভ দাস শেখর, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ফাহিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী। এদিকে গ্রেফতার আতঙ্কে সড়ক ও নদী পথে পালাচ্ছে আওয়ামীলীগের নেতারা। মামলায় অভিযুক্ত আসামিরা ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীরা খুঁজছে অভিযুক্ত আওয়ামীলীগের নেতাদের।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ২৮ জনের নাম উল্লেখ ১২০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।