শুভ্র মিশু ॥
সারা দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের ভেদভেদীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, সহ সভাপতি ত্রিদিব কান্তি দাশ ও শিলা রায়, যুগ্ম সম্পাদক রফিকুল মাওলা, সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এতে দীপংকর তালুকদার বলেন, আমরা শান্তি চাই বলে আজকে একই স্থানে বিএনপি অবস্থান কর্মসূচি দিয়েছিল কিন্তু আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে বিএনপিকে বিকালে সমাবেশ করতে বলেছি। আর আমাদের যুবলীগ ছাত্রলীগের বিকালে এখানে শান্তি সমাবেশ করার কথা থাকলেও তাদের বলেছি তোমাদের শান্তি সমাবেশ পরে করো। কারণ আমরা গণতন্ত্রে বিশ^াসী, শান্তিতে বিশ^াসী। বিএনপি জামাত শান্তিতে বিশ^াসী নই বলে তারা ২০১৪সালের নির্বাচনকে ঘিরে জ¦ালাও পোড়াও করেছে। ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচন, শান্তিপূর্ণ পরিবেশে সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে আহবান জানান তিনি।
ঘণ্টাব্যাপি শান্তি সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালে জ¦ালাও, পোড়াও এর মাধ্যমে বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও জনগণ তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। সেই সময়ের মত এখনও একই কায়দায় আবারো নির্বাচন বানচালের চেষ্টা করলে সাধারণ জনগণ তা মেনে নিবে না। বক্তারা বিএনপিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান বক্তারা।