রাঙামাটির লংগদুতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আওয়ামীলীগ নেতা আজগর আলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত ৪ টায় তিনি মৃত্যুবরণ করেন। আজগর আলী লংগদু সদর ইউনিয়নের ৪ নং ভাইবোনছড়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
আওয়ামীলীগ নেতা আজগর আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন লংগদু উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলী, উপজেলা যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
এক শোক বার্তায় লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু জানিয়েছেন, আজগর আলী একজন বিনয়ী কর্মীবান্ধব নেতা ছিলেন। তার এই আকস্মিক চলে যাওয়ায় দল একজন ত্যাগী নেতাকে হারিয়েছে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।