নানিয়ারপদচর প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মারধরের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কজনকে আসামী করে নানিয়ারচর থানায় মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ।
নানিয়ারচর থানায় (বৃহস্পতিবার) ১১ই মে মামলা নং ৩/৯ এ তাকে মারধরের ঘটনায় মো:-শাহিন আলম (৩৫),মো:- নুরজামাল (২৮),মোঃ রুবেল মৃধা (২৫),মো: মহিদুল(৩০),মো:-শহিবুল(৩২),মো:হাফিজুল (২৮),আবু জাফর খাঁ(৫০),আরো ১০-১২ জনকে অজ্ঞাতজনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে তিনি আরো উল্লেখ করেন,এলাকায় বিবিধ বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আসামীদের সাথে মতবিরোধ হয়ে আসছে। তাহার পরিপ্রেক্ষিতে গত ৮ ই মে রাতের প্রায় ৯ ঘটিকার সময় নূর হোসেনের চায়ের দোকানে আমামি ও আমার সাক্ষী মো:-কায়ুম (৩০) ও ফারুক হাওলাদার (৪৫) বসে চা খাচ্ছিলাম।এসময় আসামীগন ও আরো অজ্ঞাত (১০-১২) জন মিলে আমাকে দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে মারধর শুরু করে।
অভিযোগের আসামিরা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:-শাহিন আলম, সাবেক বুড়িঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক :- মো:- নুরজামাল। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা, বুড়িঘাট ইউনিয়নের ১নং বগাছড়ি ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ হাফিজুল,আওয়ামী যুবলীগের ১নং বগাছড়ি ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা যুবলীগের বর্তমান সদস্য মো:-শহিবুল। এরা সকলেই উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ইলিপন চাকমার অনুসারি বলে দাবি সভাপতি অনুসারিদের।
এ বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার জানায়, এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান রয়েছে।