শ্যামল রুদ্র, রামগড়
খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের চলমান অবকাঠামো নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। পরিদর্শনে এসে তিনি মৈত্রী সেতু-১, বন্দরের অবকাঠামো নির্মাণ এবং ইমিগ্রেশন কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন।
শুক্রবার সকালে রামগড় পৌঁছালে তাঁকে স্বাগত জানান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাস, রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদ, বন্দর অডিট কর্মকর্তা আমান উল্যাহ, ইমিগ্রেশন ইনচার্জ আফতাব উদ্দিন ও ইমিগ্রেশন ওসি মনির হোসেন। এসময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম বন্দর চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া চালু করতে আমরা পুরোপুরি প্রস্তুত। আগামী আগস্টে ইমিগ্রেশন চালুর সম্ভাবনা রয়েছে। প্রতিশ্রæতি অনুযায়ী আগামী বছর জুনের মধ্যে বন্দর ও সড়কের চলমান কাজ শেষ হবে। তিনি আরও জানান, স্থলবন্দরের জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু জটিলতা ছিলো, জেলা প্রশাসকের সাথে এবিষয়ে আলোচনা হয়েছে খুব শিগগিরই সমাধান হবে। এছাড়া বন্দরের কাজের জন্য আরও কিছু জমি অধিগ্রহণ হবে বলে তিনি জানান।