নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর রাজনীতি হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্নের রাজনীতি। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। মাস্তান ও দখলবাজদের আশ্রয় বিএনপিতে নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোটানো হবে। এজন্য পাহাড়ি-বাঙালি ভাই-ভাই হিসেবে এক হয়ে কাজ করার আহবান জানান। তিনি শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
পরে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ত্রাণ উপহার দেয়া হয়।
ফেরার পথে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দীঘিনালায় আওয়ামীলীগ কর্মীদের আঘাতে নিহত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে তাদের পাশে থাকার আশ^াস দেন এবং সহযোগিতা হিসেবে নগদ অর্থ তুলে দেন।