নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি মেডিকেল কলেজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক মিলনায়তনে প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রীতি প্রসুন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, রাঙামাটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ টিপু সুলতান, উপাধ্যাক্ষ ডাঃ এ কে আজাদ, রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাশ নানা সমস্যার মধ্য দিয়ে শুরু হয়ে দীর্ঘ দশ বছর ধরে চলছে। এখানকার শিক্ষা ব্যবস্থার কারনে ফলাফল সব সময় ভালো হচ্ছে।
প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, এতো বছরেও মেডিকেল কলেজের নিজস্ব ভবন তৈরি না হওয়াতে কিছুটা হতাশা রয়েছে। আগামী অর্থ বছরের মধ্যে ভবন নির্মাণ কাজ শুরুর আশ্বাস দেন তিনি।
আলোচনা সভা শেষে শুরু হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।