নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আগামী সংঘের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সংগঠনের কার্যালয়ের এক সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে আহ্বায়ক হিসেবে সুজিত দেওয়ান, সদস্য সচিব মো. হোসেন, সদস্য আকতার হোসেন(ভূট্টো), সরসিজ দেওয়ান ও মো. সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।
সদস্য সচিব মো. হোসেন বলেন, আগে কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেটি ভেঙ্গে দিয়ে সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে পাঁচজনকে দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই কার্যকরি কমিটি গঠন করা হবে।