মিশু মল্লিক
গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে অবরোধের কারণে সাজেক পর্যটন কেন্দ্রে আটকে আছেন প্রায় দেড় হাজার পর্যটক। অবরোধের কারণে বন্ধ রয়েছে পণ্যবাহী যানসহ সকল ধরণের যান চলাচল। ইতিমধ্যেই সাজেকে দেখা দিয়েছে বিদ্যুৎ, পানিসহ খাবারের সংকট। এই সংকটময় পরিস্থিতিতে পর্যটকদের জন্য এগিয়ে এসেছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সহ কয়েকটি সংগঠন।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটকদের জন্য সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতের খাবারের আয়োজন করেছে তারা। তাদের এই আয়োজনে সহায়তা করছে ইলেকট্রনিক ট্যুরিজম এসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি সংগঠন এবং সাজেক পানি ব্যবসায়ী সমিতি।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেক একটি সংকটময় পরিস্থিতি অতিক্রান্ত করছে। এই কঠিন সময়ে আমরা রিসোর্ট কটেজ মালিক সমিতি এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পর্যটকদের জন্য সাজেকের বিভিন্ন রেস্টুরেন্টে আজ রাতের খাবারের আয়োজন করেছি। খাবারের মেনু হিসেবে থাকছে চিকেন খিচুড়ি। আশা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় পর্যটকরা কিছুটা হলেও উপকৃত হবে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই চৌধুরী জয় বলেন, গতকাল থেকে পর্যটকদের জন্য আমরা রুমভাড়া ৭৫ শতাংশ মওকুফ করেছি। পাশাপাশি আজ সবার জন্য রাতের খাবারেরও আয়োজন করেছি।
পর্যটকদের ফেরার বিষয়ে তিনি আরো বলেন, আজ রাত ১২ টায় ৭২ ঘন্টার অবরোধ শেষ হচ্ছে। আমরা নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রাখছি। আশা করছি আগামীকাল সকালে পর্যটকরা ফিরতে পারবেন।
বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা আছে প্রায় দেড় হাজার পর্যটক।