নিজস্ব প্রতিবেদক ॥
‘আদিবাসী’ স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে এমন দাবি জানিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিসিপি) রাঙামটি জেলা শাখা। মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বনরূপা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে সংগঠনটির নেতৃবৃন্দ।
পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো. হাবীব আজমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পিসিএনপি নেতা কামাল উদ্দিন, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখা আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, পৌর শাখার সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাপছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ রিয়াজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক।
বক্তারা বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা রাষ্ট্র ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার শামিল।
সরকার এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বারবার ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে বলে আসছে। ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সশস্ত্র সংগঠনগুলোর দীর্ঘ প্রতিক্ষিত পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করে কাল্পনিক স্বাধীন ‘জুম্মল্যান্ড’ প্রতিষ্ঠা করার এক মহা পরিকল্পনা নিয়েই এগুচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক একটি কুচক্রি মহলের ইন্ধনে। তাই উপজাতীয় সংগঠনগুলো কুচক্রি মহলের শিখানো বুলি ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি নিয়ে গত কয়েক বছর ধরে হঠাৎ করে তৎপর হয়েছে, যা ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতেও উল্লেখ নেই।