ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবলের রাঙামাটি জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজ।
১৫ জুলাই শনিবার রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান।
রাঙামাটি সরকারী কলেজ ও শিজক কলেজের মধ্যেকার ফাইনালে প্রথমার্ধে দুইদল সমানে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে শিজক কলেজ প্রভাব বিস্তার করে রাঙামাটি সরকারী কলেজকে একের পর এক আক্রমনে কোনঠানা করে ফেলে।
শেষ পর্যন্ত শিজক কলেজ রাঙামাটি সরকারী কলেজকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার মর্যাদা লাভ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়া গৌরব অর্জন করে শিজক কলেজের ওয়াকিল চৌধুরী এবং সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার অর্জন করেন রাঙামাটি পাবলিক কলেজের মোঃকাইয়ূম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।