নিজস্ব প্রতিবেদক ॥
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে পেশাভিত্তিক মন্ত্রণালয়ে উপসচিব পদে সকল কোটার অবসানের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন রাঙামাটি কৃষি অধিদপ্তরের বিসিএস (কৃষি) এসোসিয়েশন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল, কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাসিম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলার কৃষি কর্মকর্তা শাহনাজ আক্তার, প্রশিক্ষক মো. রেজাউল করিম, বরকল উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এসময় রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল বলেন, যে যে বিভাগের ক্যাডারভুক্ত থাকবেন ওনি তার সর্বোচ্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন। কাডারের মধ্যে যে বৈষম্য রয়েছে তার দূর করার জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়েছি। কৃষি ক্যাডারসহ সকল আন্তঃকাডার বৈষম্য নিরসনের জোর দাবি জানাচ্ছি।