সাইফুল হাসান
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহরের মূল সড়কের পাশে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা ও মানববন্ধন আয়োজন করেন দুর্নীতি দমন কমিশন ও রাঙামাটি জেলা প্রশাসন এবং সহযোগিতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সভায় দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন মেয়র আকবর হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি ওমর ফারুক।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা কোনওভাবে দেশপ্রেমীরা সহ্য করতে পারে না। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে তা পুরো বিশ্বের মাঝে প্রশংসনীয়। তারা আরও বলেন, আমাদের আগামী প্রজন্মকে র্দ্নুীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। তাদেরকে নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।