মিশু মল্লিক
‘ইয়োগা ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। দিবসটি উপলক্ষে হিল ইয়োগা ইন্সটিটিউট রাঙামাটির আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশন এবং টার্বো ফিটনেসের সহযোগিতায় শুক্রবার সকালে শহরের পলওয়েল পার্কে ইয়োগা ট্রেনিং, মেডিটেশন সেশনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আমাদের এখনকার জীবনযাত্রা ব্যস্ততায় পরিপূর্ণ। এই ব্যস্ত জীবনে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। আজ এই অনুষ্ঠানে যে পদ্ধতিগুলো আমরা শিখলাম সেগুলো অনুসরণ করে নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ শরীর ও মন গঠন করা সম্ভব। এই ধরণের অনুষ্ঠান আরো বেশি আয়োজনের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে যোগ ব্যায়ামের বিভিন্ন আসন প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদান করেন হিল ইয়োগা ইন্সটিটিউটের পরিচালক দীপেন ঘোষ। রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেন।