মাহমুদুল হাসান, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লুংথিয়াম পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা জন্য ৬ ইবি বাঘাইহাট জোন সদর হতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল বাঘাইহাট জোনের মেজর রিয়াস এর নেতৃত্বে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুহাইমেন উর-রশিদ (আরএমও) সহ তিনদিনের জন্য ২০জনের একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা জন্য ৬ইবি বাঘাইহাট জোন সদর হতে (বর্গ-২৯৭০) সাজেকের দর্গম লুংথিয়াম পাড়ায় গমন করে।
বৈরী আবহাওয়ার কারণে হেলিকাপ্টারে গমন সম্ভব না হওয়ায় মেডিকেল টিম সাজেক আর্মি ক্যাম্প হতে পায়ে হেঁটে লংথিয়াম পাড়ার উদ্দেশ্যে গমন করে।
বাঘাইহাট জোন হতে তিনটি মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদানের জন্য গমন করার কথা রয়েছে।