নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা
কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারো প্লাবিত হয়েছে দীঘিনালার নি¤œাঞ্চল। বিভিন্ন এলাকার সড়ক ডুবে যাওয়ায় দীঘিনালার সাথে রাঙামাটির পর্যটন এলাকা সাজেক এবং লংগদুর সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। মাত্র ১৮ দিনের ব্যাবধানে আবারো বন্যার কবলে পড়তে হলো। তারও মাসখানেক আগে আরেকবার বন্যা কবলিত হয়েছিল। দুই মাসের মধ্যে এটি তৃতীয় দফা বন্যা।
এদিকে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি বাজার এলাকার সড়ক পানির নিচে থাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। অপর দিকে, দীঘিনালা-লংগদু সড়কের বড়মেরুং আনসার হেডকোয়ার্টার নামক এলাকার সড়ক পানির নিচে থাকায় লংগদুর সাথেও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।
মঙ্গলবার বিকাল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টির সাথে সাথে মাইনী নদীর দু’তীরবর্তী অঞ্চলের ঘরবাড়িতে পানি বৃদ্ধি অব্যাহত ছিল।
কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জানান, নি¤œাঞ্চলের মানুষ পানি বন্দি হচ্ছেন। অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এরমধ্যেই কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছেন। মেরুং ইউনিয়নেও একই অবস্থার কথা জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা।