নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা ॥
এক দিন পার না হতে আবারো খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত আচালং এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
শনিবার ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন দুপুরের দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ফেনীছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো: আলমগীর হোসেনের নেতৃত্বে ১টি বিশেষ টহল দল বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ-ভারত সীমাস্ত পিলার ২২৫৪/১০-আরবি হতে আনুমানিক ৫’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম আচালং কবরস্থান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এতে মালিক বিহীন আচালং কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ভারতীয় পিস্তল ও ৫ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে।
অভিযানে ভারতের তৈরি একটি ১২বোর সিংগেল শট লং ব্যারেল ও একটি ১২বোর শট গান, সঙ্গে ৫ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো মালিক বিহীন ও পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানায় বিজিবি জোনের জোন অধিনায়ক।
যামিনীপাড়া জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামুনিশন মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করার ও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তবলছড়ির চৌধুরী পাড়া নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি যুক্তরাষ্ট্রের ৯ এমএম অপরটি ভারতীয় ৮ এমএম বিদেশি পিস্তল একই সাথে ২ রাউন্ড গুলিসহ উদ্ধার করে।