কাপ্তাইয়ে কম্পিউটারভিত্তিক কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে ‘আমি এবং আমার পৃথিবী’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এই স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম শুরু হয়। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডাঃ মং স্টিফেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন। খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল ইউবিআর-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়–য়া। বক্তব্য রাখেন, ইউবিআর-এর প্রোগ্রাম ম্যানেজার সিম সন চাকমা, ইয়থ ফোরামের সম্পাদক শশী মল্লিক, ট্রেইনার রিমি চাকমা, খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান, রাজেশ ভট্টাচার্য্য, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কবির হোসেন প্রমুখ। বক্তারা কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
‘আমি এবং আমার পৃথিবী’
পার্বত্য উন্নয়ন
1 Min Read
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.